ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

তেলের দাম বাড়ায় মোটরসাইকেল বেচে কিনলেন ঘোড়া

দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে বেড়েছে জ্বালানির তেলের দাম। ব্যয় সংকুলান করতে না পেরে তাই শখের মোটরসাইকেলটি বেঁচে বাড়িতে ঘোড়া নিয়ে ফিরেছেন এক যুবক।


ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার। চুঁচুড়ার বাসিন্দা অলোক কুমার তার মোটরসাইকেল বিক্রি করে দুই জোড়া ঘোড়া কিনেছেন। আনন্দবাজার জানিয়েছে, ভারত সরকার পেট্রোল-ডিজেলের শুল্কে ছাড় দিলেও ভ্যাট কমায়নি। তাই জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানোরও বার্তা দিয়ে ঘোড়া কিনেছেন ওই যুবক।


জানা যায়, আট বছর সৌদি আরব ছিলেন অলোক। গত বছর দেশে ফেরেন। সৌদিতে থাকার সময়ই ঘোড়ায় চড়া শেখেন। আর সেটাই কাজে লাগালেন তিনি।

ads

Our Facebook Page